Wellcome to National Portal

সাতক্ষীরা জেলা কারাগারের তথ্য বাতায়নে স্বাগতম।কারাগারে আটক বন্দির অসুস্থতার কথা বলে বিকাশ, রকেট, নগদ বা যে কোন ব্যাংকে অর্থ গ্রহণ করা হয় না।সরকারী নিয়ম অনুযায়ী চিকিৎসা প্রদান করা হয়। কেউ এ ধরনের কারাগারের পরিচয় দিয়ে অর্থ চাইলে আইন শৃংঙ্খলা বাহিনীকে বা অত্র দপ্তরে যোগাযোগ করার জন্য বলা যাচ্ছে।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

পিসির টাকা জমার নিয়মাবলীঃ

 

১.         অত্র কারাগারে নির্ধারিত কারারক্ষি দ্বারা পিসির টাকা জমা নেয়া হয় এবং তিনি কারাগারের বাহির ক্যান্টিনে উক্ত কাজ করেন।

২.         পিসির টাকা জমা দেয়ার জন্য কোন আবেদনের প্রয়োজন হয় না।

৩.        পিসির টাকা গ্রহনের নির্ধারিতস্থানে জমা করুন। অন্য কারো নিকট দেবেন না।

৪.         পিসির টাকা জমা দেয়ার জন্য কোন বাড়তি টাকার প্রয়োজন হয়না। যদি কেহ পিসির টাকা  জমা দেয়ার ব্যাপারে অহেতুক সময় ক্ষেপন বা অন্য কোন রকম 

          অসুবিধা বা অর্থ দাবি করে তবে তা তাৎক্ষনিক নিম্ন লিখিত নাম্বারে জানান বা  অনুসন্ধানে রক্ষীত অভিযোগ রেজিষ্টারে লিপিবদ্ধ করতে পারেন।

৫.         আপনার বন্দীর নাম্বার জেনে সঠিক নাম্বারে জমা দিন।

৬.        প্রতিদিনই নির্ধারিত সময়ের মধ্যে পিসিতে টাকা জমা দিতে পারবেন।

৭.         আপনি ইচ্ছা করলে ডাকযোগে মানিঅর্ডার এর মাধ্যমে পিসির টাকা জমা দিতে পারেন।

৮.        পিসিতে জমাকৃত টাকা দ্বারা বন্দীগণ কারাভ্যান্তরে ক্যান্টিন থেকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদী  ও  খাদ্য দ্রব্য সুলভ মুল্যে ক্রয় করতে পারেন।


বন্দীদের নিকট মালামাল সরবরাহের নিয়মাবলী :

 

১.         আপনার বন্দীর নিকট সরবরাহের নিমিত্তে মালামাল তালিকায লিপিবদ্ধ করে ক্যান্টিনের কর্তব্যরত ইউনিফরমধারী নাম ও নাম্বার যুক্ত কারারক্ষীর নিকট

           জমা দিন।

২.         আপনার দেয় মালামাল যত্নের সাথে আপনার বন্দীর নিকট পৌছানোর ব্যবস্থা করা হবে।

৩.        মালা মাল বন্দীর নিকট পৌছানোর জন্য কোন প্রকার অর্থের প্রয়োজন হয়না। যদি মালামাল সরবরাহের ব্যাপরে কোন রকম অসুবিধা বা অর্থ দাবী করে

           তাৎক্ষনিক ভাবে নিম্ন লিখিত টেলিফোন নাম্বরে  জানাতে পারেন অথবা অনুসন্ধানে রক্ষীত অভিযোগ রেজিষ্টারে লিপিবদ্ধ করতে হবে।

৪.         মালামালের ভিতর কোন প্রকার অবৈধ দ্রব্য সরবরাহ করার চেষ্টা করবেন না। মালামাল যাচাই বাচাই করে বন্দীর   নিকট হস্তান্তর করা হয়ে থাকে। জমাদান

          কালে অবৈধ মালামালের অস্তিত্ব সনাক্ত করা হয় এবং সরবরাহ কারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। কারাভ্যান্তরে প্রবেশের পর মালামালে মধ্যে

          যদি অবৈধ দ্রবাদি পাওয়া গেলে কারাবিধি মোতাবেক বন্দীদের শাস্তি প্রদান করা হবে।

৫.         অবৈধ মালামাল প্রবশরোধে আপনার সহযোগিতা কামনা করা হচ্ছে।

 

 

 বিশ্রামাগারের নিয়মাবলীঃ

 ১.        বিশ্রামাগারে পযার্প্ত বসার ব্যবস্থা আছে।

২.         বিশ্রামাগারে বৈদ্যুতিক পাখা,পানীয় জল, টয়লেটের সুব্যবস্থা রয়েছে।

৩.        অফিসের কোন প্রয়োজনীয় সংবাদ পৌছাতে হলে রিজার্ভ প্রধান কারারক্ষীর সাথে যোগাযোগ        করুন।

৪.         বিশ্রামাগারে অবস্থান কালে কোন প্রকার অসুবিধা হলে কর্তব্যরত প্রধান কারারক্ষী/ কারারক্ষীকে অবহিত করুন।